শ্রীমঙ্গলে বিজিবি দিবস পালিত

    0
    219

    মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ডিসেম্বর,জহিরুল ইসলামঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টরের দরবার হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদানসহ নানা আয়োজনে বিজিবি দিবস পালন করা হয়।

    রোববার (২০ ডিসেম্বর) শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের আয়োজনে বিজিবি দিবসটি পালন করা হয়।

    শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ ব্যাটেলিয়র অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ জানান, দিবসটিকে স্মরনীয় করে রাখতে তারা নানা আয়োজন করেন।

    দিনব্যাপী অনুষ্ঠান গুলো মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা। অনুষ্ঠানে বিজিবি সকল পদবীর কর্মকর্তা, কর্মচারী, সামরিক , বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। পরে অতিথিদের সম্মানে দেয়া হয় প্রীতি ভোজ।

    বিকালে শ্রীমঙ্গল সেক্টর মাঠে সকল পদবীর বিজিবি সদস্যদের অংশ গ্রহনে খেলাধূলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটেলিয়ন অধিনায়ক ল্যা: কর্ণেল নাসির উদ্দীন আহমেদ পিএসসি, ল্যা: ৫৫ ব্যাটেলিয়ন অধিনায়ক কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি, ৪৬ ব্যােটলিয়ন উপ অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, উপ অধিনায়ক মেজর শাহেদ মেহের, উপ পরিচারক এনএসআই রফিকুর হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খায়রুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, র‌্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ এসপি মনিরুজ্জামান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান প্রমূখ।