শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল সম্পন্ন

    0
    212

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭জুলাই,নিজস্ব প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে  বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলার ৯টি ইউনিয়নের চ্যাম্পিয়ন ও পৌরসভার ১টি চ্যাম্পিয়নসহ ছেলে মেয়ের ২০ টি দল অংশগ্রহণ করে। প্রথম ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা দুর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দলকে ট্রাইবেকার ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    অপরদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।স্থানিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক চীফ হুইপ মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।

    খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি তুলে দেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি বিশ্বজিৎ পাল।

    অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম চৌধুরী,চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরপদার, ৩ নং শ্রীমঙ্গল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল প্রমুখ।খেলাটি পরিচালনা করেন বাফুফের রেফারী আবুল কাশেম, কবির উদ্দীন সুইট ও সিরাজুল ইসলাম সেলু।