শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

    0
    209

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪অক্টোবরঃ সরকার ঘোষিত ৮ম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুন:বহাল সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলার সবকটি উপজেলার রবিবার থেকে আবারো পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের কর্মবিরতি পালন করছেন । প্রধান শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়ন ও প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল ১০ম গ্রেডে অন্তর্ভুক্তিকরণসহ ৫ দফা দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি দাবী আদায় না হলে আগামীকাল সোমবার থেকে প্রধান শিক্ষকরা পূর্ন দিবস কর্মবিরতী পালন করবেন বলে জেলার শিক্ষক নেতারা নিশ্চিত করেছেন।

    সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নেত্রী রহিমা বেগম জানিয়েছেন আগামীকাল ৫ অক্টোবর থেকে ৮অক্টোবর পর্যন্ত তারা ৪ ঘন্টা কর্মবিরতি পালন করবেন , তবে প্রধান শিক্ষকরা ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। । মৌলভীবাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা জানান, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা ১০ অক্টোবর পর্যন্ত প্রধান শিক্ষকের চেয়ার কালো কাপড়ে ঢেকে দেয়ার মাধ্যমে চেয়ার বর্জন কর্মসূচি চলবে।

    ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টাপর্যন্ত ৩ ঘণ্টার ৬ অক্টোবর থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এবং দাবী আদায় না হলে আগামীতে অনুষ্টিত সমাপনি পরিক্ষা বর্জনের আল্টিমেটাম দেন জহর তরফদার ।