শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ভাতা আত্মসাৎ করার অভিযোগ!

    0
    186

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১আগস্ট: শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের মাজদিহি চা-বাগান ৯নং লেন, ৪নং ওয়ার্ডের শারিরিক  প্রতিবন্ধী সাবিত্রী রবিদাস(১৮), পিতা-রামদেও রবিদাস নামের এই (৩১১/২) স্মারকে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক শাখা হতে প্রতিবন্ধী ভাতা প্রদান করে আসছে।

    প্রতিবন্ধী সাবিত্রী রবিদাস ও তার পরিবারের অজ্ঞাতে সৎনারায়ণ রবিদাস (৩২), পিতা-রামনাথ রবিদাস সু-কৌশলে তার প্রতিবন্ধী ভাতা উত্তোলন  করে আত্মসাৎ করেছে বলে প্রতিবন্ধী সাবিত্রীর বাবা রামদেও রবিদাস অভিযোগ করেছেন।

    প্রতিবন্ধী সাবিত্রী নিবন্ধিত অনেকের সাথে কাগজে কলমে ভাতা পাচ্ছেন নিয়মিত, কিন্তু গত ০২/০৭/২০১৫ইং তারিখে প্রতিবন্ধীর বাবা রামদেও রবিদাস স্থানীয় ফারুক আহমদ নামের এক ব্যক্তিকে অবহিত করলে তিনি প্রতিবন্ধীসহ সমাজসেবা কার্যালয়ে গিয়ে নিশ্চিত হন যে প্রতিবন্ধীর ভাতা অজ্ঞাতে কেহ উত্তোলন করে নিয়ে গেছে।

    সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা বিষয়টি স্থানীয় ওয়ার্ড ভিত্তিক হওয়াতে স্থানীয় ইউ,পি প্রতিনিধির নিকট খোজ নিতে বলেন। স্থানীয় ইউ,পি সদস্যর মোবাইলে ফোন করলে রিসিভ না করায় স্থানীয় ব্যাংকে প্রতিবন্ধী পরিবারকে পর্যবেক্ষণ রাখার পরামর্শ দেওয়া হয়।

    অবশেষে গত ০৬/০৭/২০১৫ইং তারিখে ভাতা উত্তোলন করতে এসে হাতে-নাতে ধরা পড়লেন উল্লেখিত উত্তোলনকারী। বিষয়টি ৫নং কালাপুর ইউ,পি চেয়ারম্যানকে অবহিত করলে ভূয়া ভাতা উত্তোলনকারীকে থানায় সুপর্দ করিতে বলেন তিনি।পরে ইউপি সদস্য সুভাস বাক্তি ভাতা উত্তোলনের বই প্রতিবন্ধীকে প্রদান করে অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ করে প্রতিবন্ধীর পিতা।

    প্রতিবন্ধীর পারিবারিক সূত্রে আরও জানা যায় বিগত প্রায় ৪ বছরের উত্তোলিত ভাতা ২০,০০০/-(বিশ হাজার) টাকার অধিক হতে পারে।প্রতিবন্ধীর পিতা রামদেও রবিদাস তার মেয়ের সমূদয় ভাতা পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী করেন।