শ্রীমঙ্গলে পুনরায় অটোরিক্স্বা চলার দাবীতে এমপির সাথে সাক্ষাৎ

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮ফেব্রুয়ারীশ্রীমঙ্গলে পুনরায় ব্যাটারি চালিত অটোরিক্স্বা চালানোর দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরে অটোরিক্স্বা মালিক ও চালকদের শতাধিক জনের একটি দল স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস শহীদ এর সাথে সাক্ষাৎ করেছেন।

    নিবন্ধনবিহিন ব্যাটারি চালিত অটোরিক্স্বা চালক ও মালিক সমিতির পক্ষে  রিক্স্বা চালক শ্রমিক ইউনিয়নের  সভাপতি মোঃ লাল মিয়া ও  সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন  শহরের মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির বাসভবনে সাক্ষাৎ করে পুনরায় ব্যাটারি চালিত অটোরিক্স্বা চালানোর দাবীতে অনুরোধ করেন এবং বলেন অটোরিক্স্বা মালিকরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ করে  এ গুলো ক্রয় করেছে হঠাৎ করে  অটোরিক্স্বা বন্ধ করার ফলে কিস্তি গুলো পরিশোধ করা সম্ভব হচ্ছেনা। আরও কিছুদিন শহরে  অটোরিক্স্বা চালানোর জন্য  তারা জোর দাবী করেন। তখন সকল বক্তব্য শুনে আব্দুস শহিদ এমপি উপস্থিত সকলকে এর কুফল সম্পর্কে বলেন এবং তাদের জানান, “এটি সরকারি সিদ্ধান্ত  এ ব্যাপারে জেলা  প্রশাসকের সাথে কথা বলে আপনাদের জানাব।”

    উল্লেখ্য,পর্যটন এলাকা হিসেবে শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা,বিদ্যুৎ সাশ্রয়,ছাত্র ছাত্রিদের নির্ভিগ্নে বিদ্যালয়ে যাওয়া আসা ও  অনাক্ষাংকিত দুর্ঘটনাসহ যানজটের মত  সমস্যা এড়াতে স্থানীয় প্রশাসন  শ্রীমঙ্গল শহরে  ব্যাটারি চালিত অটোরিক্স্বা চালানোতে বিধি নিষেধ আরোপ করে,এরই প্রেক্ষিতে কয়েকদিন ধরে শহরে ব্যাটারি চালিত অটোরিক্স্বা চলাচল বন্ধ রয়েছে।এতে নাগরিক সমাজ খুশী হলেও চালক ও মালিক পক্ষ পড়েছে মহা বেকায়দায়।