শ্রীমঙ্গলে পিএসসিতে জিপিএ-৫ মোট ৫৩১টি ও ইবতেদায়ীতে-৭

    0
    458

    প্রাথমিক শিক্ষা সমাপনীতে মোট ৭৮০০ জন শিক্ষার্থী পাশ ৯৮.৭,ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে মোট ২৩৪,পাশ ৯৮.৮, জিপিএ ৫ এ ইবতেদায়ী মাদ্রাসা পিছিয়ে থাকলেও পাশের হারে এগিয়ে।

    সাদিক আহমেদ,স্টাফ রিপোর্টারঃ আজ সোমবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
    শ্রীমঙ্গলে পাশের হারে ইবতেদায়ী এগিয়ে থাকলেও জিপিএ-৫ নগণ্য। শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার থেকে প্রাপ্ত সুত্রমতে,এ বছর শ্রীমঙ্গল উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিলো ৭৮০০ জন শিক্ষার্থী।শ্রীমঙ্গলে সমাপনীতে এবার পাসের হার ৯৮.৭%।এদের মধ্যে জিপিএ-৫, পেয়েছে ৫৩১ জন।শতকরা হিসেবে যার সংখ্যা ৬.৮০%।অকৃতকার্য হয়েছে ৯০ জন শিক্ষার্থী।
    অপরদিকে শ্রীমঙ্গলে ইবতেদায়ীতে এবার অংশ নিয়েছিলো ২৩৪ জন।যার মধ্যে ২৩১ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ৫ জন।শ্রীমঙ্গলে ইবতেদায়ীতে পাসের হার এবার ৯৮.৮%।এদের মধ্যে জিপিএ-৫, পেয়েছে মাত্র ৭ জন।যা শতকরা হিসেবে ২.৯৯%,যা স্কুল শিক্ষার্থীদের থেকে প্রায় ৪℅ কম।সমাপনী ও ইবতেদায়ীতে ফেলের হার যথাক্রমে ১.১৫% ও ২.১৩%।