শ্রীমঙ্গলে পানির সমবন্ঠন বিষয়ে আলোচনা ও পুরস্কার বিতরনী

    0
    519

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের বৃহত সংগঠন ‘শ্রীমঙ্গল বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশুদ্ধ পানি ব্যবহার, পানির সুষ্ট বন্টন ও হাওর উন্নয়ন বিষয়ক আলোচনাসভা। একই সাথে অনুষ্ঠিত হয় সমিতির উপকার ভোগী কৃষকদের মেধাবী সন্তানদের সম্মাননা প্রদান ও সংগঠনের বার্ষিক সাধারণ সভা।

    মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল পাচাউন বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যদেন জেলা সমবায় কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মো. কুটি মিয়া,সাবেক সম্পাদক মছদ্দর আলী, বর্তমান সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক বিকাশ চৌধুরী রিপন ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। আলোচনা সভা শেষে সমিতির পক্ষ থেকে কৃষকদের মেধাবী সন্তানদের দেয়া হয় সম্মাননা ও উপহার।

    সভায় বক্তারা বলেন, এই সংগঠনের পরিচালিত প্রকল্প ও অর্থের মাধ্যমে এলাকার কয়েক হাজার মানুষ নানা ভাবে উপকার ভোগ করছেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে সুইচ গেইটের মাধ্যমে পানির সমবন্টন ও সমিতির অর্থায়নে দরিদ্র কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ভুমিকা রাখা উল্লেখযোগ্য।

    এ সময় তারা আরও উন্নয়নের জন্য ডিপটিউবল স্থাপন, ধান রোপন মেশিন প্রদান, বড়ছড়া থেকে পাকা ড্রেন নির্মানসহ একাধিক বিষয়ে অতিথিদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।