শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে জরিমানা

    0
    263
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে শহরের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্র্যামমান আদালত।
    বুধবার (৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির এর উপস্থিতিতে র‌্যাবের সার্বিক সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন এর নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা।
    শ্রীমঙ্গলে আটক নিষিদ্ধ ঘোষিত পলিথিন।
    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(ক) লংঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করায় শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোডস্থ আরেফিন সিদ্দিকীকে ২০,০০০ টাকা, সুমন রায় কে ৫৫,০০০ টাকা ও মাসুদ রানাকে ১,০০,০০০ টাকার,পৃথক ০৩ টি মামলায় মোট ১,৭৫,০০০ টাকা নগদ অর্থদণ্ড আদায় করা হয়।
    ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ব্যবহার অনুপযোগী করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।