শ্রীমঙ্গলে নাগরদোলা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

    0
    264

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭ফেব্রুয়ারি,শ্রীমঙ্গল  প্রতিনিধিঃ    ‘স্বপ্নিল পথে জীবনের গান’ এই শ্লোগানকে সামনে রেখে নবগঠিত নাট্য সংগঠন নাগরদোলা থিয়েটারের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহসীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে নাগরদোলা থিয়েটার এর পরিচিতি, অমর একুশে বই মেলায় প্রকাশিত কবি জহিরুল মিঠু’র ‘ অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে’ গ্রন্থের পাঠ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

    শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি শ্রীমঙ্গলের পরিপূর্ন অডিটোরিয়ামে সাহিত্য ও সাংস্কৃতিককর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। স্থানীয় ও বিভাগীয় আবৃত্তিকার ,সংগীত শিল্পী ও নৃত্যশিল্পীরা তাদের অসাধরন আবৃত্তি ও সংগীতের মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এক অদ্ভুদ মায়াজালে। আর সিলেট থেকে আগত দিগন্ত থিয়েটারের পরিবেশনায় নাটক ‘খাবলা’ যেন দর্শকদের মন ছোঁয়ে যায়।

    অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নাগরদোলা থিয়েটার ও জহিরুল মিঠু’র ‘ অহংকারে পা পড়ে না বার্ধক্যের উঠোনে’ বই নিয়ে সংগঠনের সহসভাপতি জলি পালের স ালনায় আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, ডা. বিনেন্দু ভৌমিক,  আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী, অধ্যাপক অভিনাস আচার্য্য, সম্মেলিত নাট্য পরিষদের সহসভাপতি রজত শুভ্র চক্রবর্তী, নাগরদোলা থিয়েটারের সভাপতি অনিরুদ্ধ সেনগুপ্ত, সহসভাপতি একরামুল কবির, সাংগঠনিক সম্পাদক প্রিতম পাল, উদীচী শিল্পী গোষ্টির সদস্য বিকাশ দাশ বাপ্পন প্রমুখ।

    এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি জহিরুল মিঠুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা।