শ্রীমঙ্গলে ধানের তুষ দিয়ে মশলা তৈরিঃজরিমানা ১ লাখ টাকা

    0
    231

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৭এপ্রিল,কাজল শীল,নিজস্ব প্রতিনিধিঃ  গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান অাদালত অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল শহরের অবৈধ ও ভেজাল মশলা তৈরির কারখানার মালিককে লক্ষ টাকা জরিমানা করেছে।

    জানা গেছে আজ সোমবার দুপুরে শহরের সোনার বাংলা মার্কেটস্থ একটি কারখানায় হানা দেন শ্রীমঙ্গল উপজেলার সহকারি কমিশনার (ভূমি),নির্বাহি ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল।তার সাথে কয়েকজন পুলিশ ও এ সময় দেখা যায়।তিনি কারখানা পরিদর্শন করে ভেজাল মশলা কারখানা হিসাবে সনাক্ত করেন এবং ভোক্তা অধিকার অাইন ২০০৯ এর ৪২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন।

    এ সময় নির্বাহি ম্যাজিস্ট্রেট জানান, অাঙ্গুর মিয়ার মালিকানাধীন মাসুম মশলা মিলটিতে মরিচ, হলুদ ও ধনিয়ার সাথে মানব স্বাস্হের জন্য মারাক্তক ক্ষতিকর বিভিন্ন রঙ, ধানের তুষ, কাঠের গুড়া প্রভৃতি মিশিয়ে মশলা প্রস্তুত করে বাজারে পাইকারি ধরে বিক্রি করছে।

    একটি অভিযোগের ভিত্তিতে  অভিযান চালিয়ে প্রক্রিয়াজাতকরন অবস্হায় ২০০ কেজি ভেজাল মশলা, ক্ষতিকর  রঙ, ধানের তুষ, ‘স’ মিলের কাঠের গুড়া জব্দ করেন। পরে উদ্ধারকৃত সকল মশলা তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।