শ্রীমঙ্গলে দেওয়ান শামসুল ইসলাম বিদ্যালয়ে স্টুডেন্ট নির্বাচন

    0
    414

    অামার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৭ জানুয়ারি,সাদিক অাহমেদ,নিজস্ব প্রতিনিধি:সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলের দেওয়ান শামসুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।
    স্টুডেন্টদের মধ্যে  ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শিরিন অাক্তার খাদিজা।প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন  নাফিজ ভুইয়া,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন  ফারজানা অাক্তার রিয়া,ইকবাল হোসেন সৈকত,কোরবান হোসেন।
    নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় শ্রেণীর সিয়াম অাহম্মদ,লিপি বেগম,সাফি ইসলাম,তামান্না অাক্তার,সাগর মিয়া,সাজিদ মিয়া।চতুর্থ শ্রেণীর জসিম উদ্দিন,হালিমা অাক্তার,তামিম মিয়া।পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন মীম অাক্তার,সাবিনা ইয়াসমিন,অাঁখি রানি রায়,রবিউল ইসলাম,মইনুল ইসলাম,শাহাদত হোসেন সিজান,নাজমা অাক্তার।
    নির্বাচন বিষয়ে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হাসান ইমরানের সাথে কথা বললে তিনি অামাদের বলেন”কেবিনেট নির্বাচন স্টুডেন্টদের জীবনের প্রাথমিক একটি অভিজ্ঞতা।এর মাধ্যমে স্টুডেন্টরা প্রাথমিক জীবন থেকেই নেতৃত্ব দানের অবিজ্ঞতা অর্জন করবে”।
    দুপুর ১ টা পর্যন্ত চলে ভোটগ্রহন।জসিম উদ্দিন ৫৫ ভোটে ১ম,মীম আক্তার ৪৫ ভোটে ২য়, রবিউল আলম ৪৩ ভোটে ৩য়, যৌথ সিয়াম আহমদ ৪৩ ভোটে যৌথ, তামিম ৪২ ভোটে ৪র্থ, লিপি ৩৪ ভোটে ৫ম, আঁখি ৩৪ ভোটে ৬ষ্ট হয়।মোট ভোট ১৮৫ কাস্ট ৯১ বাতিল ১৮ বৈধ ৭৩ ভোট।