শ্রীমঙ্গলে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ঋণের চেক বিতরণ

    0
    219

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮সেপ্টেম্বর,মো: জহিরুল ইসলাম সোহেল:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুস্থ প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা প্রদানের পাশাপাশি তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে বিকল্প জীবিকায়নের জন্য তাদের দেয়া হয়েছে স্বল্প সুদে ঋণ। মঙ্গলবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব তাদের হাতে এ ঋণের চেক বিতরণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান, ফ্যামেলী প্লানিং কর্মকর্তা শফিউল আলম ও শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্ত্তী। প্রথম ধাপে ৫ জনকে ৭২ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ গ্রহিতা প্রতিবন্ধীরা প্রথম ৬মাস এর কোন কিস্তি প্রদান করতে হবে না। পরবর্তী এক বছরে ৫% সুদসহ তা ফেরত দিতে হবে।

    শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান জানান, এই টাকা দিয়ে তারা হাঁস মুরগী পালন ও ছোটকাটো ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবেন।