শ্রীমঙ্গলে ডুবন্ত কিশোরীর লাশ মিলেছে দীর্ঘ ৫ ঘন্টা পর

    0
    302

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৪এপ্রিল,শিমুল তরফদারঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে ছড়ার পানিতে ডুবে যাওয়ার ৫ ঘন্টা পর ডুবুরীরা উদ্ধার করলো মামনী তাঁতি (১৫) নামের এক কিশোরীর লাশ।

    এর আগে এলাকাবাসী ও ফায়ার সার্র্ভিসের কর্মিরা পানিতে অনেক খুঁজেও মেয়েটির লাশ উদ্ধার করতে পারেনি।

    ডুবে যাওয়া মেয়েটির সাথে থাকা দীপা তাঁতি জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ছড়ার পানিতে কাপড় ধোতে ও গোসল করতে নামে তারা। গোসল করার জন্য মামনী একটু বেশী পানিতে গেলেই নিচে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে দীপা এগিয়ে আসলে তাকেও পানির দিকে টানতে থাকে। পরে তার চিৎকারে একজন লোক এসে টেনে তুলে দীপাকে। কিন্তু মামনীকে টেনে তুলা যায়নি। পরে পানির মধ্যে অনেক খোঁজ করেও তার সন্ধ্যান মিলেনি।

    সরেজমিনে গিয়ে দেখা যায় ছড়াতে খুব বেশি পানি  নেই। ছড়ার উপর ব্রিজ ,আর সেই ব্রিজের নিচেই পানি কিছুটা বেশি। বিকেল সাড়ে ৩ টার দিকে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

    পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট থেকে ১জন ডুবুরী এসে মেয়েটির লাশ উদ্ধার করে। পানিতে ডুবে মারা যাওয়া মামনী তাঁতি কালিঘাট চা বাগানের চা শ্রমিক রবি তাঁতির মেয়ে, সে স্থানীয় রানার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে পড়াশোনা করছিল।