শ্রীমঙ্গলে টিআইবি গণনাট্য দলের ৩দিন ব্যাপী নাট্য কর্মশালা

    0
    260

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩আগস্ট ,মো: জহিরুল ইসলাম: “জাগ্রত বিবেক, দূর্জয় তারূণ্য, দুর্নীতি রুখবেই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্রীমঙ্গল সনাক এর কার্যালয়ে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি নাট্য কর্মশালা। রবিবার ২৩ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মশালা চলবে ২৫ আগস্ট পর্যন্ত। কর্মশালার উদ্বোধন করেন সনাক সভাপতি আব্দুর নুর, ইয়েস গ্রুপের সভাপতি দিদার শাহিন । সচেতন নাগরিক কমিটি(সনাক) ও টি আই বি গণনাট্য দল এর আয়োজনে এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন ইয়েস প্রোগ্রাম ম্যানেজার রেজাউল করিম আকাশ।

    এতে শ্রীমঙ্গল টি আই বি এর গণনাট্য দল এর বাবুল সুত্রধর, হাবীবুর রহমান শহীদ, মোঃ আশিকুর রহমান অপরাজিতা মমি, সৈয়দ মোক্তাকিন বিল্লাহ, , মোঃ পারভেজ হাসান, শিমুল তরফদার ,ঝুমা আক্তার , লাভলী আক্তার, আফজাল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, নাহিদুল হাসান সোয়েব, মান্না বেগম, রুবি আক্তার, সহ আরো অনেকে অংশগ্রহন করে।
    গণনাট্য দলের সিনিয়র নাট্যকর্মী বাবুল সূত্রধর ও হাবীবুর রহমান শহীদ জানান, টি আই বি গণনাট্য দলের উদ্দেশ্য নাটকের মাধ্যমে মানুষের অধিকার সম্পর্কে সচেতন করা ও সরকারী-বেসরকারী সেবাদান প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদান করা এবং দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা ।