শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত দুই গুণীজনকে সম্মাননা প্রদান

    0
    312

    নিজস্ব প্রতিনিধি: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ, প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার উল্লেখ যোগ্যভাবে কমাতে সক্ষম হওয়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ২১ টির মধ্যে দুটিই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা অর্জন করেছে। এরমধ্যে উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটি, শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে অবস্থিত দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিলেট এর ডাঃ হরিপদ রায়কে শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

    আজ দুপুরে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান উপলক্ষে শ্রীমঙ্গল টিচার্স কালচারাল ক্লাবের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মোঃ মোসলেম উদ্দিন।

    অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একাংশ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।

    উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নেছার উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী,৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়,এস এম জাকিরুল হাসান শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জহর তরফদার সভাপতি শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতি,সুবিনয় পাল প্রধান শিক্ষক দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির প্রতিনিধিগণ।