শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি-সমাবেশ

    0
    233

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারীঃ   বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বিকেল সাড়ে তিনটায় ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা হাতে ছাত্র মজলিস কর্মীরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে স্টেশন রোড হয়ে শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  স্টেশন রোড (পেট্রলপাম)এর সামনে সংক্ষিপ্ত এক ছাত্রসমাবেশের আয়োজন করে।

    শতাধিক ছাত্র মজলিস কর্মীদের উপস্থিতিতে শ্রীমঙ্গলের রাজপথে নারায়ে তাকবীর-আল্লহু আকবার , জ্ঞান অর্জন, চরিত্র গঠন-সন্ত্রাসীদের হবে পতন, ছাত্র মজলিসের অপর নাম-আদর্শের সংগ্রাম, রাজপথে মজলিস ধ্বংস হোক ইবলিস, সন্ত্রাসমুক্ত বিপ্লবী কাফেলা-ছাত্র মজলিস একেলা, ছাত্র মজলিস দিচ্ছে আলোর ডাক-ছাত্রসমাজ জাগরে জাগ-বিপ্লব-বিপ্লব-ইসলামী বিপ্লব স্লোগানে শ্রীমঙ্গলের মহাসড়ক প্রকম্প্রিত করে তুলে মজলিসের এ র‌্যালি।
    ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস তথাকথিত কোন রাজনৈতিক ছাত্রসংগঠনের নাম নয়, বরং ছাত্র মজলিস একটি আদর্শ, সুশৃংঙ্খল  মেধাবী  ছাত্রসংগঠনের নাম। ১৯৯০ সালের ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পথচলা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে পিছনে ফেলে এলো ২৫টি সোনালি বছর। প্রেস বিজ্ঞপ্তি