শ্রীমঙ্গলে ছাত্রসেনার উদ্যোগে রামাদ্বানের স্বাগত র‌্যালী

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৭জুন: বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে বুধবার  এক স্বাগত র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনা চত্তরে এসে শেষ হয়।অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব সেনার সভাপতি ডা. মো: মামুনুর রশিদ। উপজেলা ছাত্রসেনা সাধারন সম্পাদক এ.কে জ্বিলানীর উপস্থাপনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার ছাত্রসেনার সাধারন সম্পাদক এম.এম রাশেল মোস্তফা উপজেলা যুব সেনার সাধারন সম্পাদক নূর মো: বুরহান উপজেলা ছাত্রসেনার সভাপতি মো: আশরাফুল খান রুহেল।

    উপজেলার ছাত্রসেনার সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুব সেনা নেতা মনিরুল ইসলাম চৌধুরী মোহন, মো. মহসীন আত্তারী, মো. মেরাজ আলী, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ বশির আহমেদ, ছাত্র নেতা জমসেদ আলম, সাজ্জাদ আহমদ, নাজমুল ইসলাম, আব্দুল কাইয়ুম বাচ্চু, মো:সাগর, হাফেজ রাজন, হাফেজ সানি, হাফেজ জাকারিয়া, সিরাজনগর মাদ্রাসা শাখার সাবেক সভাপতি মাসুদ আহমেদ, সাতগাঁও মাদ্রাসা শাখার ছাত্র নেতা হাফেজ আল আমীন, শ্রীমঙ্গল কলেজ শাখার, সাধারন সম্পাদক রায়হানুল ইসলাম, ৩নং ইউপি শাখার ছাত্রনেতা শাহেল তালুকদার, আমিমুল ইসলাম, প্রমুখ।

    বক্তরা বলেন মাহে রামাদ্বানের পবিত্রতা রক্ষা করা দ্রব্যেমূল্যের  উর্ধগতি রোধ করা দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ রাখা, সকল প্রকার অশ্লীতা বন্ধ করা, লোড শেডিং বন্ধ রাখা এ ব্যাপারে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।