শ্রীমঙ্গলে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান

    0
    280

    সোলেমান আহমেদ মানিকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাজিফা নামের এক বছরের ছোট শিশুর হৃদ রোগের চিকিৎসার জন্য তার মা বাবার হাতে নগদ অর্থ ও পাইলস রোগের চিকিৎসার জন্য এক লোককে নগদ অর্থ প্রদান করা হয়।

    বুধবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় শহরের স্কাই পার্ক হোটেলে হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে তাদের হাতে চেক প্রদান করা হয়।

    হৃদয়ে শ্রীমঙ্গলের এডমিন মোছাব্বির আলী মুন্নার স ালনায় এসময় উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গল ইউকের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবলু, ইউএসএ সদস্য সুলতান আহমেদ, ইউএসএ সদস্য শফিকুল ইসলাম জুয়েল, হৃদয়ে শ্রীমঙ্গল এর এডমিন প্রতাপ, বেলাল আহমেদ, তুহিন চৌধুরী, সদস্য ইকরামুল ইসলাম ইমন, খোকন আহমেদ, নিজাম খাঁন, আব্দুস শুকুর, তোফায়েল পাপ্পু প্রমুখ।

    এসময় উপস্থিত সকলে অসুস্থ শিশু নাজিফার (১) বাবা মোঃ আব্দুছ সালাম এবং পাইলস রোগে আক্রান্ত জামিল আহমেদের (৩৮) হাতে চেক তুলে দেয়া হয়।
    শিশু নাজিফার বাবা মোঃ আব্দুছ ছালাম জানান, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন টেস্ট পরীক্ষার পর তার মেয়ের হার্ডের ভিতরে ছিদ্র হয়েছে তা ধরা পড়ে। ডাক্তার বলেন চিকিৎসার জন্য প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকা লাগবে। এতো টাকা দিয়ে চিকিৎসা করানো তার পক্ষে সম্ভব না। তাই তিনি মেয়েকে বাচাঁনোর জন্য সর্বস্তরের মানুষের কাছে সহযোগীতা কামনা করেন।