শ্রীমঙ্গলে চিকিৎসকের অবহেলায় অন্তসত্ত্বার মৃত্যুর অভিযোগ !

    0
    315

    অবহেলার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীনঃআর এম ও ডাক্তার মহসিন 

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯জুলাই,বিক্রমজিৎ বর্ধন ও জহিরুল ইসলামঃ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় ৭মাসের অন্তসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

    মৃত মহিলার লাশ

    শনিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের বারিধারা এলাকার ফরিদ মিয়ার ৭ মাসের অন্তসত্ত্বা স্ত্রী রাজিয়া খাতুন (৩০)এর প্রসব ব্যাথা শুরু হলে শ্রীমঙ্গল উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
    নিহতের স্বামী ফরিদ মিয়া এবং দেবর কামাল মিয়া জানান “ভর্তি করানোর কিছুক্ষন পরেই রোগীর অবস্থার অবনতি হতে শুরু করে।রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে বলেন যে রোগীর অবস্থা ভাল না, রোগীকে তাড়াতাড়ী অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা পাত্তা দেননি তাদেরকে।এক পর্যায়ে দীর্ঘ এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর ডাক্তার এসে অক্সিজেন দেওয়ার কিছুক্ষনের মধ্যেই রোগীর মৃত্যু ঘটে।”
    এ বিষয়ে হাসপাতালের আর এম ও ডাক্তার মহসিন জানান, “আমাদের ষ্টাফ স্বল্পতার পাশাপাশি অক্সিজেন স্বল্পতাও রয়েছে। তাছাড়া রোগীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার অবস্থাও বেশ করুণ ছিল। আমরা রোগীকে বাঁচানোর চেষ্টা করেছি অবহেলার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন।”

    রোগী মারা যাওয়ার পর রোগীর আত্মীয় স্বজন হাসপাতালে হৈ হুল্লোর শুরু করলে তাৎক্ষনিক খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছলে অবস্থা স্বাভাবিক হয়।