শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে মানববন্ধন

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮জানুয়ারী,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে ২০১৪ সালের গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন করা ও মালিক পক্ষের সাথে নতুন চুক্তিনামার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

    চা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিতারাম অলমিকের সভাপতিত্বে রোববার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চা শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সেলিম আহমেদ, অশোক গোয়ালা, নানকা দোষাদ, গীতা রানী কানু, মুরলি গোয়ালা প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই পেরিয়ে গেছে। জোর করে ক্ষমতা দখল করে রয়েছে এই কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করার দাবী জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন তারা।

    এ ব্যাপারে চা শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারন সম্পাদক রাম ভজন কৈরী জানান, নির্বাচন করার জন্য সকল কাগজপত্রাদি বাংলাদেশ শ্রম মন্ত্রনালয়ের কাছে জমা দেয়া হয়েছে। নির্বাচন করার জন্য সরকারিভাবে তারিখ নির্ধারন করা হলেই নির্বাচন সম্পন্ন হবে।