শ্রীমঙ্গলে চা শ্রমিকের উন্নয়ন সম্পর্কিত সভায় ইইউ দূত

    0
    204

    আমারসিলেট24ডটকম,১৭মার্চঃ আজ দুপুর ১২টায়  ইউরোপীয় ইউনিয়নের দূত ইউলিয়াম হানার উপস্থিতিতে চা শ্রমিকের উন্নয়ন সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)  কর্তৃক আয়োজিত বাংলাদেশ টি বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিএউ) এর অডিটরিয়ামের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দূত ইউলিয়াম হানা। অবহেলিত চা শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে তিনি চা শ্রমিকদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের প্রতিনিধিরা তাদের দুঃখ, দুর্দশা ও কষ্টের কথা তুলে ধরেন।

    “সেড” এর পরিচালক ফিলিপ গাইনের সঞ্চালনায় ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিএউ) এর পরিচালক মোঃ হারুন অর রশিদ সরকার, ফিলনে টি কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম মোহাম্মদ শিবলী, চা শ্রমিক নেতা রাম ভজন কৈরি, চা শ্রমিক নেতা বিজয় ব্যানার্জি, নারী চা শ্রমিক আশা অর্নাল প্রমুখ। দুপুরের আহরের পর হানা চা শ্রমিকদের বসবাসের জায়গা লেবার লাইনগুলো পরিদর্শন করেন।

    প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন এবং ইকো-কো-অপারেশন এর অর্থায়নে ২০১৩ সাল থেকে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর চা শ্রমিক ও স্বল্প-পরিচিত জাতিসত্ত্বাসমূহের উপর গবেষণা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করছে।