শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মৌলিক অধিকারের দাবীতে মানববন্ধন

    1
    234

    আমারসিলেট24ডটকম,২৭জানুয়ারীঃ পিছনে পরা চা বাগান শিল্প জনগোষ্ঠির দেড় শতাধিক বছরের ভোগদখলীয় বসতভিটা ও আবাদ যোগ্য জমি, চা শ্রমিকদের শিক্ষিত সন্তানদের সরকারী চাকুরীতে ও সরকারী  স্কুল-কলেজে উচ্চ শিক্ষায় কোটা সংরক্ষণ, চা শ্রমিকদের ন্যায্য মজুরী বৃদ্ধি, চিকিৎসার সুব্যবস্থাসহ সকল প্রকার মৌলিক অধিকার আদায়ের দাবীতে গত কাল রবিবার শ্রীমঙ্গল চৌমূহনা চত্ত্বরে “চা শ্রমিক জনমত এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে  উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। উক্ত মানববন্ধনে বালিশিরা ভ্যালীর চা শ্রমিক, ছাত্র ছাত্রী শিক্ষিত যুবসমাজ ও চা শ্রমিকদের শুভাকাঙ্খীরাও অংশগ্রহণ করেন।বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক জনমত-এর সভাপতি সাথী কমল চৌধূরী, বাবু পরাগ বারই, সৈয়দ আমিরুজামান, মোঃ জাভেদ ও সন্তোষ কর্মকার প্রমুখ।