শ্রীমঙ্গলে চারণ কবি খালিশ পীর এর দাফন সম্পন্ন

    0
    263

    মিনহাজ তানভীরঃ  শ্রীমঙ্গল উপজেলার ৫ নং  কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের বাসিন্দা চারণ কবি খালিশ পীর এর দাফন সম্পন্ন হয়েছে আজ বিকাল ৩ ঘটিকায় ৷ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে মৌলভীবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় মুরুব্বীদের সূত্রে জানা যায় মৃত্যু কালে উনার বয়স হয়েছিল প্রায় ১৩০বছর।
    মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৪ টায় হওয়ার কথা থাকলেও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণের সংবাদে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বুধবার বিকেল ৩ টায় স্বাস্থ্য বিধি মেনে লামুয়ার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করেছ

    মরহুমের দেহ থেকে করোনা কি না তা শনাক্তের জন্য নমুনা নেয়া হয়েছ বলে ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী নিশ্চিত করেছেন ৷

    উল্লেখ্য, মরহুম খালিশ পীর সাহেবের জীবিত থাকা কালীন শোনা গল্প থেকে জানা গেছে,তিনি বলতেন, একসময় বছরের পর বছর,কলেরা,শিতলা,বসন্ত নামে নানা ধরনের মহামারী দেখা দিত, গ্রাম কি গ্রাম খালি হয়ে যেত দাফনের লোক পাওয়া যেতনা । তখন সারা রাত ধরে আমিসহ আমার মত সাহসী যুবক ও মুরুব্বিদের নিয়ে শুধু লাশ দাফন করতাম।আর যেদিন মারা না যেত ঐ দিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পাহারা দিতাম, আর আওয়াজ করে স্লুগান দিতাম , আলির হাতের জুলফিকার ফাতেমার হাতের তীর, যে পথে আইচত বল্লা সে পথে ফির। সাথে হারিকেন জ্বালিয়ে অথবা পাট বা খেরের   মশাল জ্বালিয়ে রাতভর চলতো আমাদের পাহারা ,আর মানুষকে সাহস যোগানোর কাজ।