শ্রীমঙ্গলে গ্রীন কালাপুরের মেগা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

    0
    378

    মিনহাজ তানভীরঃ  শ্রীমঙ্গল উপজেলার গ্রীন কালাপুর স্ংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর মেগা ফাইনাল শেষ হল।মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে   ৫ নং ইউনিয়নকে মাদক মুক্ত রাখতে যুব সমাজকে শক্তিশালী মাদক বিরোধী যোদ্ধা হিসেবে গঠনের প্রত্যয়ে শনিবার (৩১ অক্টোবর ২০২০) বিকাল ৩ টায়  শ্রীমঙ্গলে গ্রীন কালাপুর ফুটবল টুর্নামেন্টের মেঘা ফাইনাল বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়ন এলাকার অন্তর্গত কাকিয়া বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গণে গ্রীন কালাপুর ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

    আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মাজদিহি চা বাগান বনাম ৬ নং ওয়ার্ড মাজদিহি (ভৈরবগঞ্জবাজার)।তুমুল লড়াইয়ে ৪ নং ওয়ার্ড মাজদি চা বাগান ২-০ গোলে বিজয় লাভ করফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ অতিথি আশরাফুজ্জামান আশিক সিনিয়র সহকারি পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল।

    সংগঠনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদকে ফুল দয়ে স্বাগতম জানাচ্ছেন শিপুল আহমদ চৌধুরী।

    এছাড়াও অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,স্থানিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক,তদন্ত কর্মকর্তা সোহেল রানা,সাবেক চেয়ারম্যান আব্দুল হাই,বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল,কাকিয়াবাজার হাই স্কুলের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক উপরু মিয়া,জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, যুবলীগ নেতা রিপন আহমদ,সাবেক ইউপি মেম্বার গৌড়াঙ ও বদরুল আলম। খেলা পরিচালনাসহ সংগঠনের আরও যারা উপস্থিত ছিলেন,দিপ্লু আহমদ টিক্কা,বিমল দেব, আব্দুল মজিদ,মকবুল হাসান ইমরান,হাফিজুর রহমান তুহিন,শিপুল আহমদ চৌধুরি,নাজমুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

    এসময় পুলিশের একটি টিমসহ এএসআই সরওয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাছাড়া ডিএসবি সদস্য সেলিম আহমদকে প্রতিদিন মাঠে খোঁজখবর নিতে দেখা গেছে।

    ক্রেস্ট গ্রহণ করছেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন কালাপুর সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আহমেদ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন মামুন।

    এছাড়াও সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবল প্রেমী হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

    পরিশেষে বিজয়ী দল কে ২০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করেন অতিথিবৃন্দ।ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন মহসিন ৬ নং ওয়ার্ড মাজদিহি চা বাগান।নিচে খেলার বিভিন্ন অংশের সংক্ষিপ্ত ফটো গ্যালারি দেওয়া হল।

    বক্তব্য রাখছেন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক।
    ক্রেস্ট গ্রহণ করছেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল।
    ক্রেস্ট গ্রহণ করছেন কাকিয়াবাজার স্কুলের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকি।
    ক্রেস্ট গ্রহণ করছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই।
    অতিথিদের সাথে রানার্স আপ দল।
    অতিথিদের সাথে টুর্নামেন্টের বিজয়ী দল।