শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান

    0
    437

    প্রতিভা অন্বেষন সোসাইটির উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে গুণীজন সম্মাননা এবং প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে। ইউনিয়নের সরকারবাজার এলাকায় অবস্থিত গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহকারী কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন ছমরু। ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শি ক্ষক দীপংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্য ক্ষ মো. আব্দুস শহীদ কলেজের অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ মতলিব প্রমুখ। 

    শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আব্দুস শহীদ কলেজের অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব প্রমুখ
    শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আব্দুস শহীদ কলেজের অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব প্রমুখ

    অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শি ক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ১১ জন শি ক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও জনপ্রতিনিধিদেরকে সম্মাননাস্বরুপ একটি করে ক্রেস্ট, মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও ২নং ভূনবীর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চোরম্যান মো. আছকির মিয়া, কবি প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শি ক্ষাক আব্দুল আজিজ, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শি ক্ষক গোষ্ঠ বিহারী দে, দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুলের সহকারী শি ক্ষক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মৌলভী মো. গোলাম রাব্বানী, গন্ধর্বপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি ভূষণ রায়, আলীয়াপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ দেব, ভিমশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক যতীন্দ্র মোহন দেব, সুনীল চন্দ্র দাস, ও মুক্তিযোদ্ধা মৌলভী মো. জমির উদ্দিন। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬ জন প্রাথমিক শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি প্রদানসহ সনদপত্র ও উপহারসামগ্রী দেয়া হয়।

    শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আব্দুস শহীদ কলেজের অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব প্রমুখ
    শ্রীমঙ্গলে গুণীজন সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আব্দুস শহীদ কলেজের অধ্যক্ষ সাইয়্যিদ মুজীবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২নং ভূনবীর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশীদ, ৫নং কালাপুর ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মতলিব প্রমুখ