শ্রীমঙ্গলে খ্রিষ্টান ধর্মালম্বীদের উপাসনালয়ে অগ্নীকান্ড

    0
    226

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৭ডিসেম্বর,ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর মাজদিহি চা বাগানের গারো পল্লির খ্রিষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনাল ও তাদের শিশু শিক্ষা কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।

    পুলিশ ও গারো পল্লির বাসিন্দারা জানান, শনিবার মধ্যরাতে তারা তাদের উপাসনালয় ও ফুলছড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি আগুনে জ্বলতে দেখেন। এসময় তারা নিজেরাই পানি এনে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। ততক্ষনে তার চার্চ ও শিশু শিক্ষা কেন্দ্রের সমস্থ জিনিশ পত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যায় মাদার মেরীর মুর্তিটিও।

    উপাসনালয়ে ঘটনার খবর পেয়ে সকালে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক, থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান এমএ মতলিব ও শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরহিত ফাদার সুব্রত বানিফাস টরেন্টিনো ঘটনাস্থল পরিদশন করেন। পুড়েযাওয়া মাদার মেরির মুর্তিটিকে চার্চের পাশে সমাহিত করা হয়।

    এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে পুড়ে যাওয় ঘরটি মেরামত ও বিদ্যালয়ের সামগ্রী সহায়তা করা হবে বলে জানানো হয়।

    অগ্নি কান্ডের বিষয়ে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মাহববুর রহমান জানান, সৌর বিদ্যুতের ব্যাটারী থেকে এ অগ্নীকান্ডের স্মৃষ্টি হতে পারে।