শ্রীমঙ্গলে ক্রেতাদের ভীড় কম,মাঝারী গরুর চাহিদা বেশী

    0
    260

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১আগষ্ট,স্টাফ রিপোর্টারঃ আল্লাহর জন্য ত্যাগের এক মহিমান্বিত নিদর্শন কোরবানি দেয়া,অর্থাৎ পবিত্র ঈদুল আযহা।বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেই বেশী বেশী প্রচলিত।আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিসকে কোরবানি দিয়ে মুসলমানরা এই ঈদ পালন করে থাকে।প্রতিটি মুসলমান তাই আলাদাভাবে ব্যস্ত থাকে কুরবানির পশু কেনার জন্য।তাই ঈদ মৌসুমে প্রায় প্রতিটি হাটেই থাকে ক্রেতাদের উপচে পরা ভীড়।ব্যতিক্রম নেই  শ্রীমঙ্গলেও।

    শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ও পুরাতন “সাগর দীঘি পাড়ে” প্রতিবারের ন্যায় শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে এবারও বসেছে পশুর হাট। তবে ঈদের আর ২ দিন বাকি থাকলেও গরু বাজারে ক্রেতাদের নেই তেমন ভীড়।গতবারের তুলনায় এবার ক্রেতা সমাগম কম,এমনটাই আমার সিলেটকে জানান কয়েকজন বিক্রেতা।”দুলাল ও জুবেদ” নামে দুইজন বিক্রেতার সাথে কথা বললে তিনি আমার সিলেটের এ প্রতিনিধিকে বলেন-“অন্যান্য বারের তুলনায় এবার পশুর চাহিদা কম।পর্যাপ্ত পরিমাণে ক্রেতা সমাগমও নেই”। কোন সাইজের গরুর চাহিদা বেশী জানতে চাইলে গরু বিক্রেতা দুলাল বলেন”সব গরুই ক্রেতারা দামদর করেন।তবে মাঝারি সাইজের গরুর চাহিদা বেশী”।

    অন্যান্য বারের তুলনায় গরুর দাম কেমন এ ব্যাপারে কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা আমাদের জানান-“সাধ্যের তুলনায় বিক্রেতারা বেশী দাম চাচ্ছেন,যে কারণে ইচ্ছে থাকা সত্তেও বড় গরু কিনতে পারছি না আমরা”। তবে ঈদের আগের দিন ক্রেতা সমাগম বাড়তে পারে বলে ধারণা করছেন গরু বিক্রেতারা।