শ্রীমঙ্গলে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির বিশেষ সভা

    0
    217
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলা জুড়ে  সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করুণা সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে কমিটির কার্যক্রম আরোও জোরদার  করার লক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
    আজ বৃহস্পতিবার ২রা এপ্রিল দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
    শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সভায় সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন,  (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ হাবিব, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সভাপতি এবং শ্রীমঙ্গল উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
    সভায় এপ্রিল মাসের প্রথম প্রথম ভাগে করোনা ভাইরাস বিস্তারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বলে বিবেচনায় এনে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে সচেতন করে ঘরে থাকার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের আরোও নিবিরভাবে দায়িত্ব পালনের জন্য বলা হয়।
    পাশাপাশি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করে কঠোরভাবে আইন প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
    তাছাড়া সরকারি ত্রান উপযুক্ত ব্যক্তিদের যথাসময়ে ঘরে গিয়ে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়।