শ্রীমঙ্গলে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রশাসনের প্রচারণা

0
1690

জহিরুল ইসলামঃ শ্রীমঙ্গলে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়ে বের হবার জন্য মাঠে নেমেছে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ । করোনা সংক্রমণ রোধে প্রশাসনের এই গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার ২৯ মার্চ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চৌমুহনা চত্বরে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং একই সাথে সবাইকে যথাযতভাবে মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকতা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান চৌধুরী, সহকারী ভূমি (কমিশনার) নেছার আহম্মদ, শ্রীমঙ্গল থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আসাদূর রহমান, আনোয়ার হোসেন মিজান।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম হ্যান্ড মাইকে বলেন, শ্রীমঙ্গলে নতুন করে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাই আমরা আজকে মাঠে নেমেছি জনসাধারণকে সর্তক করতে। আগামীকাল থেকে যারা মাস্ক ব্যবহার করবে না আমরা তাদেরকে মোবাইল কোর্টের আওতায় আনবো। যে এই নির্দেশ অমান্য করবে আমরা তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করবো। সারা দেশে হুট করে আবার করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে সবাইকে মাস্ক পরে বাহিরে যেতে আসতে হবে। এ সময় তিনি অযথা বাড়ির বাহিরে না আসার জন্য অনুরোধ করেন।অন্যাতায় আমরা আবারও কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।

উল্লেখ্য, নতুন তথ্য দেশে আজ একদিনে সর্বোচ্ছ করোনা সনাক্ত হয়েছে ৫ হাজার ১ শত ৮১ জন। মূত্যুবরণ করেছেন ৪৫ জন।