শ্রীমঙ্গলে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্টিত

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১ সেপ্টেম্বর,মো: জহিরুল ইসলাম: ‘পুলিশই জনতা , জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উদ্যোগে অনুষ্টিত হয়েছে  কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার শাহ জালাল।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্য মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও অফিসার ইনচার্য ( তদন্ত) কে এম নজরুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  জাহিদ হাসান , সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার  খাইরুল  আলম শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব , শ্রীমঙ্গল কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি ডাঃ হরিপদ রায় , প্রমুখ।

    কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে সভায় আজ মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ,ও ইউপি সদস্য , বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

    বক্তারা তাদের বক্তব্যে সম্প্রতি ২০জন ডাকাত, ১১ জন গরু চোর, ১১ জন মাদক ব্যবসায়ী সহ শতাধিক অপরাধীকে গ্রেফতার করায় শ্রীমঙ্গল অফিসার্স ইনচার্জ সহ সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।