শ্রীমঙ্গলে “ওপেন হাউজ ডে”তে মতবিনিময়

    0
    204

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২আগস্ট,নিজস্ব প্রতিনিধিঃ  শ্রীমঙ্গলে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত মুক্ত আলোচনায় উপজেলার কিছু সমস্যার কথা উঠে এসেছে।পুলিশ কর্তৃপক্ষ সেগুলো লিপিবদ্ধ করে সকলের সহযোগীতায় সমাধানের আশ্বাস দিয়েছেন।

    আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্থানিয় থানার পুলিশ অফিসার ইনচার্জ  কে এম নজরুল ও এস আই অনিক বড়ুয়ার যৌথ সঞ্চালনায় এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আনোয়ারুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল হাসান-বিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ-জালাল,উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব,উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ রাশেদুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল। উপস্থিত অতিথিদের মধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন শ্রীমঙ্গল শহরের ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন  ও স্থানিয় অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল হাসান-বিপিএম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি অপরাধ দমনসহ সৃষ্ট সমস্যা সমাধানে  পুলিশ বাহিনীর পাশাপশি কমিউনিটি পুলিশিং, স্থানীয় জনপ্রতিনিধিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।