শ্রীমঙ্গলে একটি গণধর্ষন ধামাচাপার চেষ্টাঃমামলা নেয়নি পুলিশ

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুলাই,জহিরুল ইসলাম:  মৌলভীবারের শ্রীমঙ্গলে গণধর্ষনের বিষয়টি  প্রভাবশালী মহলকর্তৃক ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। উপর্যপুরি পরিবারটিকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে  পরিবারটি। গত ১৪ তারিখ রাত ২ টার দিকে ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রেললাইন  বস্তীতে বকুল মিয়ার ছেলে বাবুল (২২) সিজেল মিয়ার ছেলে শামীম (২৫) এবং তারেক (২৫) রাত ২টার দিকে হালিমা খাতুন (ছদ্মনাম) কে জুর  পূর্বক ঘরে প্রবেশ করে গণধর্ষনের চেষ্টা চালায়। এ সময় পাশের ঘরে ঘুমিয়ে থাকা শিশু সবুজ (১২) এবং মনাই (১৩) মহিলার চিৎকারে এলাকাবাসীকে খবর দিলে আহত অবস্থায় মহিলাটিকে প্রথমে শ্রীমঙ্গল সদর হাসপাতাল পরে মৌলভীবাজার সদর হাসপাতালে  উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

    হাসপাতাল থেকে ফিরে শ্রীমঙ্গল থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে শ্রীমঙ্গল থানার কয়েকজন পুলিশ উল্টো গালা গালী করে থানা থেকে বের করে দেন বলে অভিযোগ করেন মহিলার স্বামী। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুল জলীল এর মুঠো ফোনে বহু চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

    এ ব্যাপারে শ্রীমঙ্গল ৩নং ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায় জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ্য থেকে আমাকে  কিছু জানানো হয়নি। কিছুক্ষন পূর্বে এলাকাবাসী আমাকে জানিয়েছেন। তবে এ ব্যাপারে সত্যতা যাচাই পূর্বক আইনি ভাবে ব্যবস্থা নেয়া হবে।