শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে ভাইস্ চেয়ারম্যান পদে বিএনপি নেতা বিজয়ী

0
441
শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে ভাইস্ চেয়ারম্যান পদে বিএনপি নেতা বিজয়ী
শ্রীমঙ্গলে উপ-নির্বাচনে ভাইস্ চেয়ারম্যান পদে বিএনপি নেতা বিজয়ী

নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় ভাইস চেয়ারম্যান পদে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন আহমেদ বিজয়ী হয়েছেন।
২৭ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ১২ হাজার ৪৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেসব বারই তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ১৩৮ ভোট। মোট ৩৩০ ভোটে পরাজিত হয়েছেন কেসব বারই,তিনি পেয়েছেন ১২১৩৮ ভোট। অপর প্রার্থী পরিমল দাস বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ২৫৩ ভোট।
২৭ তারিখ সন্ধ্যায় দির্ঘ প্রতীক্ষা শেষে মোহাম্মদ লিটন আহমদকে বিজয়ী ঘোষনা করেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন ভানু লাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা নিবার্চনী কর্মকর্তা তপন জ্যোতি অসীম, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচনী কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমুখ।
ভাইস চেয়ারম্যান পদটি রাজনৈতিক হলেও কোন প্রার্থীই সরাসরি প্রার্থীর রাজনৈতিক পরিচয় বহন কেরেননি।আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকা হলেও আওয়ামীলীগের গুরুত্তপুর্ন কোন নেতা এই নির্বাচনে অংশ গ্রহণ করেননি।
মোট ভোটার ২ লক্ষ ৩৭ হাজার ৫৫৯ জন এর মধ্যে উপজেলার ৮০টি কেন্দ্র্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। এতে ৩১ হাজার ৮৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা পদত্যাগ করায় গত বছরের ৯ সেপ্টেম্বর পদটি শুন্য হয়। ২০১৯ সালের সাধারন নির্বাচনে প্রেম সাগর হাজরার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন মোহাম্মদ লিটন আহমেদ।

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মীর নাহিদ আহসান (২৭ জুলাই ২০২২) বুধবার শ্রীমঙ্গল পৌরসভাসহ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য,সাবেক উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেবের মৃত্যুতে শূন্যপদে উপ-নির্বাচনে প্রতিদন্ধিতা করতে ভাইস চেয়ারম্যান পদ থেকে প্রেম সাগর হাজরা পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার সংবাদটি অত্র পত্রিকার (amarsylhet24.com) পেইজে লাইভ প্রচারিত হয়েছে।