শ্রীমঙ্গলে উপবন ট্রেনের ১১বগি লাইনচ্যুত:ট্রেন যোগাযোগ বন্ধ

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩ফেব্রুয়ারি,জহিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী উপবন ট্রেন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শুক্রবার ০১ টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকাতে ঢাকাগামী ট্রেন উপবন এক্সপ্রেস’র ১১টি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শ্রীমঙ্গল রেল স্টেশনের ভারপ্রাপ্ত কন্টোলার জানান, ট্রেণে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। এছাড়া, আরও বিভিন্ন সুত্র একজন মন্ত্রী যাত্রী হিসেবে থাকার কথা জানিয়েছে। তবে, এতে এখন পর্যন্ত কোন আহতের খবর পাওয়া যায়নি।
    উপবন ট্রেনের যাত্রী মাও. আব্দুল্লাহ মাহমুদ (+৮৮০১৭১০৭৭৪৪৪৪) জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুান দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের আর্ত চিৎকারে এক হৃদয়বিদারক পরিস্থির অবতারণা হয়। স্থানীয় জনগণ সাথে সাথে এগিয়ে আসে সহযোগিতা করেন।
    আরেকজন যাত্রী জীবনবীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাত একটার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেণ লাইনচ্যুত হতে থাকে। এ সময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেণ স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।
    স্থানীয় বাসিন্দা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ কলেজের শিক্ষক শিমুল বর্ধন জানান, ট্রেণ লাইনচ্যুতের খবর পেয়ে তিনি সহ স্থানীয় জনগন যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন। যাত্রীদের পরবর্তী করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন উপস্থিত এলাকাবাসী।
    এছাড়া, শ্রীমঙ্গল থানা পুলিশ, র‌্যাব -৯, বিজিবি, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
    সিনিয়র সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান রাত ৪ টা নাগাদ সাংবাদিকদের জানান, সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে রাত সাড়ে ৩টা নাগাদ রিলিফ ট্রেণ ঘটনাস্থলে এসেছে। সংবাদ লেখা মুহুর্ত পর্যন্ত বলা যাচ্ছে না পুনরায় রেল যোগাযোগ চালু কত সময় লাগতে পারে। তবে আখাউড়া থেকে আরো একটি ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।