শ্রীমঙ্গলে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগঃপরে সমাধান

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জুলাই,জহিরুল ইসলাম: শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোডে অবস্থিত জালালিয়া জামে মসজিদে ইমাম নিয়োগের জন্য গত ২০ এপ্রিল ইমাম আবশ্যক শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এতে বাংলাদেশ মাদ্ররাসা শিক্ষাবোর্ড থেকে কামিল সর্বনিম্ন ফাদ্বিল পাশ ও কোরআনে হাফিজ একজন ইমাম আবশ্যক, প্রয়োজনে প্রার্থীকে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতায় আগ্রহী থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কিন্তু গত ২৭ জুলাই হঠাৎ করে ফাদ্বিল অধ্যায়নরত মোঃ রেজাউল করিম (২৩) নামে ইমাম নিয়োগ করা হয় বলে জানা গেছে, যা বিজ্ঞপ্তির নিয়োগের পরিপন্থি। অভিযোগের প্রেক্ষিতে গতকাল মসজিদ কমিটির সভাপতির সাথে ফোনে যোগাযোগ করলে তিনি নিয়োগ বিষয়ে কোন কথা বলতে চান নি।

    কমিটির ক্যাশিয়ার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদেরকে শ্রীমঙ্গল সোনা মিয়া রোড জামে মসজিদ এর খতিব মাওঃ আব্দুল মজিদ তার নাতি পরিচয় দিয়ে আমাদের মসজিদের সাবেক ইমাম আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হাঃ মাওঃ মাহবুব আহমদ সালেহ  সাহেব এর মাধ্যমে জোর করে এই ইমাম নিয়োগে বাধ্য করেন।

    কমিটির বাকী সদস্যদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, সভাপতি প্রভাবশালী হওয়ায় তিনি এবং ক্যাশিয়ার দুইজনে সবার মতামতকে উপেক্ষা করে ওই নিয়োগ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মুসল্লি বলেন, এভাবে যদি মসজিদে ক্ষমতাবলে নিয়োগ দেওয়া হয়, তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের কি প্রয়োজন ছিল?

    উল্লেখ্য, মসজিদ কমিটির  নেতৃবৃন্দের সমন্বয়ে অবশেষে ইমাম নিয়োগের বিষয়টি সমাধান করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। আপডেট