শ্রীমঙ্গলে ইইপি/সিঁড়ি প্রকল্পের ২দিন ব্যাপী আঞ্চলিক সভা

    0
    388

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩আগস্ট,শিমুল /জহিরুল ইসলামঃ হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর আয়োজনে হাওড় এবং শহর অঞ্চল এর উন্নয়নের  লক্ষ্যে  শ্রীমঙ্গলে শুরু হয়েছে ইইপি/সিঁড়ি প্রকল্পের দুই দিন ব্যাপী আঞ্চলিক সমন্বয় সভা । রবিবার সন্ধ্যা ৭ টায় শহরের হোটেল শ্রীমঙ্গল ইন এ দুই দিন ব্যাপী আঞ্চলিক সমন্বয় সভা শুরু হয়েছে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তর (আরডিসিডি), প্রকল্প পরিচালক (পিডি), ইইপি/সিঁড়ি প্রকল্প এবং ডেপুটি সেক্রেটারী, জনাব ভবেশ চন্দ্র পোদ্দার এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশনের ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর উম্মে হাবিবা।

    এতে বাংলাদেশ সরকার, ইইপি/সিঁড়ি প্রকল্প, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ, কনসার্ন ওয়াল্ড ওয়াইড, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), সেইভ দ্যা চিলড্রেন, মাহিদেব যুব সমাজ কল্যাণ সংস্থা (এমজেএসকেএস), কেয়ার বাংলাদেশ এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল (এইচকেআই) এর বিভিন্ন পর্যায়ের মোট ১০০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।

    ইইপি/সিঁড়ি প্রকল্পেটি ২০০৮ সাল থেকে বাংলাদেশ সরকার, ডিএফআইডি এবং এসডিসি এর অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের  মোট দশ লক্ষ অতি দরিদ্র পরিবারের দারিদ্র্য নিরসন ও পুষ্টি-অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

    প্রকল্প সমাপনী কৌশল নির্ধারণ, টেকসই উন্নয়ন, স য়ী দলগুলোর ভবিষ্যৎ নির্ধারণ, প্রকল্প সমাপনী জরিপ করা সভার প্রধান উদ্দেশ্য। হেলভেটাস সুইস ইন্টারকো অপারেশন বাংলাদেশ।