শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

0
190

নুর মোহাম্মদ সাগর, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা উত্তোলন করা হয়ে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্ব করেন। সনাক সদস্য শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্য, সনাক সদস্য, সরকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গার্লস গাইড, ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।