শ্রীমঙ্গলে অধ্যায় ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির প্রদর্শনী

    0
    462
    সাদিক আহমেদঃ শ্রীমঙ্গলে অধ্যায় – ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো “তথ্যচিত্র প্রদর্শনী ও কর্মশালা-২০১৯”। প্রদর্শনীতে সিলেটের তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে রচিত “কেমনে চিনিবো তোমারে” ও “নিভৃতচারীণী” প্রদর্শিত হয়।
    প্রদর্শনীর পূর্বে  “বেসিক ফিল্ম মেকিং” এর উপর কর্মশালা পরিচালনা করা হয়। এতে অংশ নেন শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, লেখক, গনমাধ্যমকর্মী ও অন্যান্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।
    শ্রীমঙ্গলে তথ্যচিত্র নির্মাণ ও বিকাশ লক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অধ্যায়- ফিল্ম এন্ড মিডিয়া সোসাইটি তাদের কাঙ্কিত লক্ষ্যে অর্জনে যাত্রা শুরু করে৷
    এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শ্রী অবিনাশ আচার্য, কবি ও নাট্যকার জহিরুল মিঠু,দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষ জলি পাল,শিক্ষিকা হিমা খাতুন, জয়শ্রী চৌধুরী শিখা,দ্বীপংকর ভট্টাচার্য লিটন, এস কে দাশ সুমন, সঞ্জয় দেবনাথ সঞ্জু, আহমাদ সেলিম, ব্রতচারী সংগঠক ও লেখক বিমান তালুকদার।
    অধ্যায়ের এ উদ্যোগের প্রশংসা করে এরকম কার্যক্রমের আরো আয়োজন করতে পরামর্শ দেন নাট্য নির্মাতা নিরঞ্জন দে।