শ্রীমঙ্গলে অতিদরিদ্রদের প্রাণিসম্পদ সেবায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

    0
    358

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২সেপ্টেম্বরঃ  গত ২০ ও ২১  সেপ্টম্বর, ২০১৫ শ্রীমঙ্গল উপজেলা প্রানিসম্পদ অফিসের আয়োজনে ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাকের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল,পশ্চিম লইয়ারকুল এবং রাজপাড়া গ্রামে ৩টি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ কার্যালয়ের সেবা সম্পর্কে সকলকে জানানো এবং এসব সেবা যাতে এলাকার অতিদরিদ্র মানুষ আরো ভালোভাবে পায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ বিনামূল্যে ৩৫০টি অতিদরিদ্র পরিবারের  মোট ৪০০টি গরুকে তরকা, গলাফুলা রোগের ভ্যাকসিন ও ১০০ টি ছাগলকে পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভিএফএ গৌরাকান্ত বিশ্বাস।

    উক্ত ক্যাম্পেইন গুলোতে উপস্থিত ছিলেন লইয়ারকুল গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মোঃ চেরাগ উদ্দিন, সম্পাদক মো. আকবর আলী, পাত্রীকুল গ্রাম দারিদ্র কমিটির সভাপতি সন্তোষ দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াবৃন্দ, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচির সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার  চিত্য রঞ্জন এবং অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাকের সোশ্যাল কমিউনিকেটর সুরেশ কুমার ঘোষ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি