শ্রীমঙ্গলে অটোরিকশা চালকদের মানববন্ধন-সমাবেশ

    0
    351

    মহাসড়কে নিরাপত্তায় সরকারের এ উদ্যোগকে স্বাগত:স্থানীয় চালকরা  সিএনজি  রাস্থায় না  ছাড়ার কারনে  চরম দুর্ভোগ

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪আগস্টঃ টানা ৪ দিনের মতো বন্ধ রয়েছে  দেশের বিভিন্ন  মহাসড়কে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল।মহাসড়কে সিএনজি চলাচল যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ।

    এদিকে, প্রতিবাদে এক আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চালক-শ্রমিক ও তাদের সমর্থকরা (?)।  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায়  মানববন্ধন  ও বিক্ষোভ-সমাবেশে, অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে, আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। 

     দেশের ১৫ শতাংশ মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে । এতে যাত্রীদের কিছুটা দুর্ভোগ বাড়লেও যানজট কমেছে। অন্যদিকে, মহাসড়কে নিরাপত্তায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে  দেশের সাধারণ মানুষ।

    শনিবার থেকে সারাদেশের  মহাসড়কে সিএনজি অটোরিক্সা, টেম্পু ও ব্যাটারি চালিত রিক্সা, চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। ভ্রাম্যমান আদালতও কাজ করছে মহাসড়কে। হঠাৎ করে সিএনজি চলাচল বন্ধ করে দেয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। স্থানীয় চালকরা  সিএনজি  রাস্থায় না  ছাড়ার কারনে  চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।