শ্রীমঙ্গলের বিশিষ্ট বীজ ব্যবসায়ী হাজী আব্দুল মান্নান আর নেই

    0
    368

    মিনহাজ তানভীর:  শ্রীমঙ্গল শহরে একসময়ের স্টেশন রোডস্থ মান্নান টি হাউজের স্বত্বাধিকারী বর্তমানে পোস্ট অফিস রোডস্থ বীজ ব্যবসায়ী হাজী সীড হাউসের স্বত্বাধিকারী, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের ডিরেক্টর ও লন্ডন প্রবাসী আব্দুল হান্নানের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী হাজী এম এ মন্নান (৬৩) ইন্তেকাল করেছেন -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    শনিবার দিবাগত রাত্র সাড়ে তিন ঘটিকার সময় পৌর শহরের শান্তিবাগ আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
    মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।। তার নামাজে জানাযা আজ (৯ আগস্ট) রবিবার বাদ-জোহর শাহীবাগ বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
    এদিকে হাজী এম এ মন্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ
    পৌর মেয়র মহসিন মিয়া মধু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম এ সালাম, ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল ইসলাম আশরাফী।
    স্মৃতির পাতা থেকে আনিসুল ইসলাম আশরাফী বলেন, হাজী মান্নান ভাই অত্যন্ত পরিশ্রমী ও উদ্যোগী ও সদালাপী মানুষ ছিলেন। তিনি এক সময়ে প্রবাসে থাকতেন সেখান থেকে আসার পরে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন ব্যবসার শেষ পর্যায়ে কৃষকদের জন্য সীড ব্যবসা বেছে নিয়ে উন্নত জাতের বীজের সরবরাহের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তার জন্য জান্নাত কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারবর্গকে সবরে জামিল দান করেন।