শ্রীমঙ্গল পাম্প থেকে মদ-যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার,আটক-১

    0
    466
    সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল: শ্রীমঙ্গল উপজেলার শাহজীবাজার এলাকায় অবস্থিত সামছুদ্দীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে পুলিশের অভিযানে মাদকদ্রব্য ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার।
    ১৮ ফেব্রুয়ারী বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এস আই আলমগীরসহ সঙ্গীয় ফোর্স পেট্রোল পাম্পের অফিস রুম হতে বিদেশি মদের বোতল ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেন শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অফিসের চাবি পাঠিয়ে মুরাদ সটকে পরে।
    অফিসের মালিক মুরাদ বিন মঈনুদ্দিন পলাতক রয়েছে, তবে পেট্রোল পাম্পের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলা করেন মামলা নং ২৭ (১৯/০২/২০২১ইং)।
    স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ বিন মঈনুদ্দিন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাফেজ মোসলেহ উদ্দীন উরফে হাফিজ সাহেবের নাতি ও মরহুম মঈনুদ্দিন আহমদ’র কনিষ্ঠ পুত্র। জানা যায় হাফিজ সাহেবের অঢেল সম্পদের কারণে তাদের পারিবারিক দন্ধ রয়েছে।
    মাললার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান লস্কর জানান আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ধৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
    এবিষয়ে অভিযুক্ত মুরাদ এ প্রতিবেদককে জানান, ভাই-বোনদের সাথে পারিবারিক জায়গা-সম্পত্তি নিয়ে ঝামেলার সূত্র ধরে তাকে ফাঁসানোর জন্য শত্রুতা করে তারই ভাই-বোনেরা এমন কাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা।