শ্রীমঙ্গলের আংশিক এলাকা রেড জোনে চিহ্নিত করে লকডাউন

    0
    301

    জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গলে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শ্রীমঙ্গল পৌরসভার ‘১ টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে।
    এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লকডাউন হতে যাওয়া পৌর এলাকাটি হচ্ছে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালীঘাট রোড এলাকা। কালীঘাট রোডের চৌমোহনা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে ৷
    তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের যাতায়াত যথারীতি খোলা থাকবে।এতে জরুরী রোগীদের চলাচলের ক্ষেত্রে লকডাউনের আওতামুক্ত থাকবে রোগী বহনকারী যানবাহন।
    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে ওই লকডাউন কার্যকর হবে। লকডাউনের কারণে শহরের ওই এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।
    এর আগে গতকাল মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানানো হয় শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোড, ক্যাথলিক মিশন রোড, রুপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরাইমপুর ও শ্যামলীকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেড জোন ঘোষণা করা হয় ৷
    শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি  মোঃ নজরুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে সোমবার (১৫ জুন) দুপুরে বৈঠকে বসে উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। ওই বৈঠকে পৌরসভার ওই এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়ে প্রস্তাব আকারে সিভিল সার্জন কার্যালয়ে চিঠি পাঠায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি। পরবর্তীতে সিভিল সার্জন কার্যালয় থেকে লকডাউনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন নিয়ে ওই এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়।