শ্রীমংগলের ভূনবীরে শতাধিক বছরের মসজিদের ভিত্তি প্রস্তর

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ অবশেষে মৌলভীবাজারের শ্রীমংগল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়ন এলাকার ভূনবীর গ্রামের শতাধিক বছরের ঐতিহ্যধারণকারী পুরাতন মসজিদটিকে আধুনিকভাবে নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।স্থানীয়রা জানান প্রায় ২০০ বছরের পুরাতন মসজিদ ভূনবীর পশ্চিম পাড়া ওই মসজিদটি।

    শুক্রবার সকালে বাহরাইনের একটি দাঁতা সংস্থা ও স্থানীয়দের সহযোগীতায় মসজিদটি আধুনিক ভাবে পূন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভূনবীর ইউপি চেয়ারম্যান আঃ রশিদ,ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ৩নং ভূনবীর ওয়ার্ডের মেম্বার আঃ ওয়াহিদ আওর,মসজিদ কমিটির সভাপতি আঃ রশিদ মহালদার, জামে মসজিদের ইমাম মাওঃ তোরাব আলী,ক্বারি এনামুল হক, মানবাধিকার কর্মী মোঃ লুৎফুল হক লোকমান গ্রামের গন্যমান্য মুরব্বি ও যুবকরা।মসজিদ নির্মান তত্বাবধানে আছেন মানবাধিকার কর্মী গোলাম রহমান মামুন।

    উল্লেখ্য মানবাধিকার কর্মী লুৎফুল হক লোকমানের তথ্যের ভিত্তিতে আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম এই শ্রীমঙ্গলে শতাধিক বছরের মসজিদটির করুণ অবস্থা ! শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিলো এতে জনসাধারণের সাড়া পাওয়ায় পত্রিকার পক্ষ থেকে সকলেকে আন্তরিক শুভেচ্ছা।