শোক সংবাদঃ কানাইঘাট

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ কানাইঘাট ঝিঙ্গাবাড়ী এলাকার বিশিষ্ট মুরব্বী সমাজসেবী আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী (সিরাজ মিয়া) সিলেট শহরের ঝেরঝেরী পাড়া তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)।

    গত বৃহস্পতিবার বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাবেক এমপি প্রিন্সিপাল মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী।

    মরহুম তাজুল ইসলাম চৌধুরী দেশের অন্যতম আলেমে দ্বীন ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার প্রায় অর্ধশত বছরের প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল আজিজ সাহেবের বড় ছেলে ও মাওলানা মিছবাহুল ইসলাম চৌধুরী সাহেবের বড় ভাই। তিনি দীর্ঘদিন সমাজসেবা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার গভর্নিং বডির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাছাড়া মুকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির দীর্ঘদিন সেক্রেটারীর দায়িত্ব পালন করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ব্যক্তিগত জীবনে স্ত্রী, ৪ ছেলে, ৫ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, গাছবাড়ী কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাহির উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, দুবাগ স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম কিবরিয়া, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুর রহীম চৌধুরী, হাফিজ মাওলানা মাসুম আহমদ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ তার জীবনের সকল নেক আমলগুলো কবুল করেন ও জান্নাতুল ফেরদাউস নসীব করেন।