শেয়ার কারসাজিতে ২ জনের কারাদন্ড

    0
    349

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,আগস্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডের শেয়ার কারসাজির ঘটনায় ২ জনের ৩ বছর করে কারাদন্ড এবং ২০ লাখ টাকা করে জরিমানা হয়েছে। পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনাল আজ সোমবার সকাল ১১টার দিকে এই রায় দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন – বিডি ওয়েল্ডিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম নুরুল ইসলাম এবং ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক এনায়েত করিম। একইসঙ্গে উভয়কে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবীর এ রায় ঘোষণা করেছেন। এটি ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়।
    এর আগে ৩ আগস্ট ফেসবুকে শেয়ার কেনা-বেচার আগাম মিথ্যা তথ্য প্রচারকারী মাহাবুব সরোয়ারকে ২ বছর কারান্ড দিয়েছিলেন আদালত। jonokonto