শেরপুরে মাছের মেলায় জুয়া ও উলঙ্গ নৃত্যে উপচে পড়া ভীড়

    0
    234

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪জানুয়ারী,আলী হোসেন রাজনঃ বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তেরো পার্বণ এবং বারো মাসে তেরো পূজা। আর এই তেরো পার্বণের একটি পার্বণ হলো পৌষসংক্রান্তি। মৌলভীবাজারের শেরপুরে  বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী মাছের মেলা।  দেশের বৃহত্তম মৎস্য প্রদর্শনী। সদর উপজেলার শেরপুর এলাকায় প্রতিবছর জানুয়ারীর মাঝামাঝি এ মেলা আয়োজন করা হয়।
    কিন্তু মাছের মেলা নাম হলেও এখানে বসে জুয়া ও উলঙ্গ নৃত্যের মেলা। আর এই উলঙ্গ নৃত্যের মধ্যে রয়েছে ঢাকা সুপার শু, সোনিয়া এখন বিতরে, সোনালী পাখি, রঙ্গিলার নাচ,আমি খুজি তোমায় ইত্যদি এসব নাচ পর্দার আরালে তাকলেও প্রকাশে মেলা জুড়ে বসেছে ওয়ান টেন, যান্ডি মুন্ডা, ত্রাস,রিংগ, চখোড়িসহ বিভিন্ন রখমের জুয়ার দোকান। জুয়া ও উলঙ্গ নৃত্য দেখতে মেলায় ছিলো উপচে পড়া ভীড়।
    প্রায় ২ শত বছর থেকে চলে আসা এ মেলায় সুরমা, কুশিয়ারা, মনু, হাকালুকি আর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হতো বিশাল বিশাল আকারের রুই, কাতলা, পাবদা, বোয়াল, গজার, বাঘ, আইড়সহ বিভিন্ন ধরনের  মাছ। এখন মেলায় রয়েছে হাতে গনা কয়েকটি মাছ। জুয়া আর অসামাজিক কর্মকান্ড বন্ধদের জন্য এলাকার কয়েকজন সচেতন মুরব্বি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।