শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে:আব্দুস শহীদ এমপি

    0
    259

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩এপ্রিল,কমলগঞ্জ প্রতিনিধি:সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নত বিশ্বের সাথে পালা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে এই সরকার সফলতার স্বাক্ষর রাখছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় বসাতে হবে।

    এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১ কোটি ৪৮ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় বলরামপুর-রসুলপুর-গোপীনগর পাকা রাস্তার আধা কি:মি: মরহুম আব্দুল মালিক মনা মেম্বার রোড ২৫ লক্ষ ২৫ হাজার টাকা, গোবিন্দপুর- দুর্গাপুর -ভায়া রসুলপুর- বৈরাগীরচক পাকা করণ রাস্তা আধা কি. মি. ২০ লক্ষ ৩ হাজার টাকা ও মুন্সীবাজার-বৃন্দাবনপুর ৭২০মি. সড়ক উন্নয়ন কাজে ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ভিত্তিপস্তর স্থাপন করা হয়।

    বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে আহমদনগর দাখিল মাদ্রাসার “ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি” একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করা হয়। পরে এক সুধী সমাবেশ মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার সভাপতি বদরুজ্জামান চৌধুরী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, প্রফেসর ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন।