শেখ হাসিনাকে নোবেল পুরস্কারের জন্য ওয়ার্ল্ড পোয়েট্রি সেক্রেটারির চিঠি

    0
    219

    আমারসিলেট 24ডটকম,০৮অক্টোবর:বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিপুল উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নোবেল ফাউন্ডেশনের কাছে চিঠি পাঠিয়েছে ওয়ার্ল্ড ওয়েলফেয়ার স্টেটস মুভমেন্ট। সংস্থাটির চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড পোয়েট্রি এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট কবি সমরেশ দেবনাথ নরওয়ের নোবেল ফাউন্ডেশনের সভাপতির কাছে পাঠানো এক ই-মেইলে এ সুপারিশ করেনবলে জানা যায়। উল্লেক্ষ্য, গত ৪ অক্টোবর এ চিঠি পাঠানো হয়।
    চিঠিতে সমরেশ দেবনাথ বলেন, পশ্চাৎপদ ও জঙ্গি আক্রান্ত একটি জাতিকে মাত্র পাঁচ বছরে শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে গেছেন তার পুরস্কার হিসেবে তাকে অবশ্যই নোবেল শান্তি পুরস্কার প্রদান করা উচিৎ। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াকেও এগিয়ে নিতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখেছেন বলেও তিনি চিঠিতে উল্লেখ করেছেন।