শুনানি শুরুঃখালেদা জিয়া অনুপস্থিত

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৪মার্চঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে শুনানি শুরু হয়েছে খালেদা জিয়ার অনুপস্থিতিতে।

    গত ২৫শে ফেব্রুয়ারী আদালতে উপস্থিত না হওয়ায় আদালত বেগম জিয়া সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো।

    বেগম জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আজও আদালতে যাচ্ছেননা তিনি।

    আইনজীবীরা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, আগের তারিখে গ্রেফতারি পরোয়ানাসহ দেয়া আদেশ সংশোধন এবং জামিন বহাল রাখার আবেদন করেছেন আদালতে।

    পরে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এসব আবদনের উপর শুনানি শুরু হয়।

    অপরদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা স্থাপিত অস্থায়ী আদালতে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আজ সকালে সংশ্লিষ্ট আদালতে এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন আইনজীবীরা।

    গতকালও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছিলো।

    মিসেস জিয়া গত ৩রা জানুয়ারি থেকে তাঁর গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন।

    এর মধ্যে আরেকটি আদালত তার ওই কার্যালয় তল্লাশির অনুমতি দিয়েছে পুলিশকে।

    বিস্তারিত আসছে……………..